মিজানুর রহমান মিজান
আপন আপন করলাম যত
সে-ই আঘাত দিল শত
কেহ নয় স্বজন, শূন্য এ ভুবন।
এক ঘরে নিঝুম রাত, অন্যত্র সোনালী প্রভাত
হাসি কান্নার বিবর্ণ মিশ্রণ।
কেহ হাসে কেহ কাঁদে, পড়িয়া ভবের ফাঁদে
যাবার বেলা একেলা রোদন।
পানির সাথে মাটির মিশ্রণ, ঘোলাটে রূপ ধরে তখন
স্বচছতা হারায় মাত্র কিছুক্ষণ।