গোলাপগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি-১

7
গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরিফগঞ্জ ইউনিয়নের বন্যার্ত অসহায় দুই শতাধিক পরিবারের মধ্যে লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩১৫বি-১ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করছেন লায়ন্স নেতৃবৃন্দ।

গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরিফগঞ্জ ইউনিয়নের বন্যাদুর্গত অসহায় দুই শতাধিক পরিবারের মধ্যে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ইউনিয়ন প্রাঙ্গণে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ এর পক্ষে বন্যাদুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী: চাউল, ডাল, তৈল, পিঁয়াজ, আলু, চিড়া, মুড়ি, খাবার স্যালাইন ও হাত ধোয়ার সাবান বিতরণ করলো বিশ্বের সর্ববৃহৎ সেবা প্রদানকারী আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- লায়ন্স জেলা ৩১৫বি-১ এর আরসি হেডকোয়াটার ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হারুন আল রশিদ দিপু, আরসি হেডকোয়াটার লায়ন সাজুয়ান আহমদ, আরসি হেডকোয়াটার ও ডিস্ট্রিক্ট গভর্ণর প্রটোকল লায়ন আমিন উদ্দিন আহমদ, আরসি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন মাসুম আহমদ জোয়ার্দার, কেবিনেট জয়েন্ট ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট লায়ন গংগেস দাস, সিলেট লায়ন্স ক্লাব ট্রেজারার মোছাব্বির মুছা, সিলেট রোজ লায়ন্স ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন খন্দকার আফজাল রিপন, সেক্রেটারি লায়ন নুরান চৌধুরী। বিজ্ঞপ্তি