দিরাইয়ে কিশোরীদের মাঝে আয়রণ ট্যাবলেট বিতরণ

26

দিরাই থেকে সংবাদদাতা :
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর-মাতাবপুর উচ্চ বিদ্যালয়ে ১শত কিশোরীদের মাঝে ১ হাজার আয়রণ ট্যাবলেট বিতরণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অধিদপ্তরের বিভাগের আয়োজনে ও এস এম সি এবং কেয়ার বাংলাদেশ নিউট্রিশন এ্যাট দ্যা সেন্টার প্রকল্পের সহযোগিতায় এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে অত্র উচ্চ বিদ্যালয়ে বিশেষ ক্যাম্পেইন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর লাল সরকার সভাপতিত্বে ও কেয়ার নিউট্রেশন এ্যাট দ্যা সেন্টার প্রকল্পের কমিউনিটি ডেভেলাপমেন্ট অফিসার মোঃ আব্দুস শুকুরের সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সহকারি প্রধান শিক্ষক রশিক চন্দ্র দাস তালুকদার, কেয়ার নিউট্রেশন এ্যাট দ্যা সেন্টার প্রকল্পের কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সহকারি শিক্ষিকা ময়না রানী দাস, এস এম সি সভাপতি দীনেশ চন্দ্র দাস তালুকদার, স্বাস্থ্য পরিদর্শক নবেন্দ্র চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রদ্যুৎ তালুকদার। বক্তারা বলেন, কিশোরীদের রক্ত শূন্যতা দূর করতে আয়রণ সমৃদ্ধ খাবারের পাশাপাশি এ আয়রণ ট্যাবলেট নিয়মানুযায়ী খাওয়া একান্ত প্রয়োজন যা হাতের নাগালে কমিউনিটি ক্লিনিকে বিনা মূল্যে পাওয়া যাচ্ছে।