দিরাইয়ে ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপ-সচিব ॥ বৃহৎ জনগোষ্ঠিকে মানবসম্পদে পরিণত করতে হবে

34

দিরাই থেকে সংবাদদাতা :
উপ-সচিব সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল হাই আল মাহমুদ বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে একটি সম্মানী জাতি হিসেবে স্বীকৃতি লাভ করেছে, প্রধানমন্ত্রীর ঘোষণা ভিশন ২০২১ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। তিনি বাংলাদেশকে মধ্য আয়ের দেশ উল্লেখ করে বলেন, আমরাই পারব বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে। গতকাল বুধবার দুপুরে দিরাই উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে উপ সচিব এসব কথা বলেন। দিরাই উপজেলা গণমিলনায়তন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দিরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকূল চন্দ্র দেব, দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন শিক্ষক রতি রঞ্জন দাস মৌসুমি আক্তার ঝিনুক। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পাবেল কামালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুর রহমান, দিরাই প্রেসক্লাব সভাপতি সামসুল ইসলাম সর্দার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী একটি বাড়ি একটি কামার প্রকল্পের সমন্বয়কারী প্রিয়বত রায় প্রমুখ।