স্টাফ রিপোর্টার :
পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদানের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ৩৯ নেতাকর্মীর জামিনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৮ আগষ্ট পর্যন্ত তাদের এ জামিনের নির্দেশ দেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেইন হাই কোর্ট বেঞ্চ এ নির্দেশ প্রদান করেন বলে জানান এডভোকেট কাফি।
একই সাথে সকালে সিলেট সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র আরিফুল হকের পক্ষে এডভোকেট কাফির করা এক রিটের প্রেক্ষিতে নির্বাচন চলাকালীন সময়ে বিএনপি নেতা কর্মীদের পুলিশি হয়রানি না করারও নির্দেশ প্রদান করেন হাই কোর্ট।
জামিন প্রাপ্তরা হচ্ছেন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সহ সভাপতি ডা. নাজমুল ইসলাম, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এম এ হক, সহ সভাপতি সালেহ আহমদ খসরু, বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন নাদিম, এনামুল হক এনাম, কয়েছ আহমদ, আব্দুস সালাম, মুক্তা আহমদ, আরিফ আহমদ, নাইম আহমদ, আব্দুল কাদের মালেক, এমরান চৌধুরী, মুনিম লস্কর, নিলু মিয়া, ইফতেখার, মকবুল, সায়মন আহমদ, আব্দুল খালিক মিল্টন, বদরুল আজাদ রানা, নজরুল ইসলাম, শেখ আল মামুন রাজু, শামীম আহমদ সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা বিএনপি,আজমল বক্ত সাদেক যুগ্ম সম্পাদক মহানগর বিএনপি, মামুন সেচ্ছাসেবক দলের সভাপতি, মীর্জা মতি, সুদীপজ্যোতি, হুমায়ুন আহমদ মাসুক, সুমন আহমদ, হাবিবুর রহমান।