নাইওরী

60

মিজানুর রহমান মিজান

নাইওর থাকবে ক’দিন মন বেপারী
সময় শেষে বিদায় দিবে দূর দূর করি।
আপন আপন করলে যত, সেই আঘাত দিবে শত
অহরহ দিচ্ছে কত, ভাবছনি একবার মনের মত
বেলা শেষে অবশেষে জ্বলবে আগুনে পুড়ি।

কেহ নয় সঙ্গের সাথী, বুক দেখাইয়া মারে লাথি
থাকে না কোন গতি, তবু কেন লোভ অতি
তাইত বলি চল না সীমা অতিক্রম করি।

স্থায়িত্ব পাবার আশ, করলাম সর্বনাশ
কতজনের অভিলাষ, বাঁধায় অবিনাশ
অভিশপ্ত জীবন শোষিতের রুনাজারী।

সর্বদা বিবেক সজাগ, দূর করে মনের রাগ,
পুরাও তোমার অনুরাগ, হৃদে পড়বে না দাগ
সাফল্যের পাল তুলে বাইয়া জীবন তরী।