মজনু মিয়া
পুব আকাশে সূর্য থাকে
পশ্চিমে হয় রং ধনু,
তুমুল সাজে সাজায় আকাশ
কাজ কামে মন দেয় মনু।
গুরু গুরু ডাকে দেয়া
নামে মেঘে জোর বৃষ্টি,
আঁধার কালো হয় পরিবেশ
ভয়ে অনাথ হয় সৃষ্টি!
জলে জলে একাকার হয়
নদী নালা খাল ও বিল,
ঘোমুট আকাশ উড়ে বেড়ায়
এক নিরিখে শঙ্খ চিল।
মানুষ মনে অশান্তি হয়
অধিক যদি বাদল হয়,
না হলেও তো চলে না আর
জলের উৎস বাদলময়।