সৌমেন কুমার
ভেবে দেখো ভাবনা যাবে বন্ধ হয়ে,
তুমি আমি কেউ রবো না কেউ রবো না ভুবনে।
আর তো কদিন শরীরের তেজ যাবে কমে
দৃষ্টিশক্তি যাবে ক্ষয়ে যাবো ওগো হারিয়ে।
বাহুবলে প্রাণ কেড়েছি ঘাতক সাজি
আজ নত খুঁড়িয়ে হাঁটি ভিটেমাটি হলো চাটি
নেই আর সে ভাব পরিপাটি
দু বেলা খাই বেচে ঘটি তবু জাগে না অপরাধবোধ
করি না দায় পািরশোধ।