সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা মকসুদ আহমদ বলেছেন, অবৈধ বাকশালী সরকার রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সাথে তুলনা করে সরকার জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেটের কোটি মানুষের নেতা এম. ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দেয়ার দাবী জানিয়ে তিনি বলেন, সময় থাকতে বিশ্ববাসী তথা গোটা দেশবাসীর দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দ্রুত পদত্যাগ করতে হবে। অন্যথায় সিলেট ছাত্রদল অবৈধ সরকারের চুড়ান্ত পতন নিশ্চিত করতে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলবে।
তিনি ২০ দলীয় জোটের ডাকা ২৪ ঘন্টা হরতালের সমর্থনে গতকাল বৃহস্পতিবার বেলা ২ টায় নগরীর জিন্দাবাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন। মিছিলটি কাজী ইলিয়াস থেকে বের হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রুমেল, ওলিউর রহমান ওলি, এনামূল হক, রাসেল আহমদ, সোহেল ইবনে রাজা, জুবায়ের আহমদ লিলু, মিনার হোসেন লিটন, আলী আহমদ, দেলোয়ার হোসেন, কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, হুমায়ুন রশিদ, খালেদুর রহমান সানি, হোসানাই আহমদ, তাহমিদুল কাইয়ুম, আব্দুল আজিম, সোয়েব আহমদ, কয়েছ আহমদ, সায়েম, ফয়ছল, ইমরান, আনোয়ার হোসেন, জাসিম আহমদ, আবু বকর সিদ্দিক, মেহেদী হাসান সাজাই, শাহজাহান আহমদ, সামছুদ্দিন শুভ, জয়নাল আবেদীন, মোস্তফা আমীন সামাদ, জামিল আহমদ জমির, টিপু আহমদ, পাভেল আহমদ, খালেদুর রহমান সালেহ, মেহেদী হাসান রুবেল, সুমন আহমদ, খোকন আহমদ, শিপু আহমদ সানি, ইমন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি