নবীগঞ্জে সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ী সহ ৫ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৭৬ জন

10

তোফাজ্জল হোসেন নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জ উপজেলায় সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী ও গৃহবধূ সহ ৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকাল ২টায় আসা রিপোর্টে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেন।
নতুন ৫ জন করোনা আক্রান্ত রোগী হলেন, নবীগঞ্জের শিবপাশা পৌর এলাকার সাংস্কৃতিক কর্মী বিন্দু সূত্রধর (৫২) ও এনামুল হক(৫৫), মধ্য বাজারের ব্যবসায়ী মৃদুল রায় (৩৫), ডাক বাংলা রোডের গৃহবধূ রওশন আরা (৪০) ও বানিয়াচং উপজেলার জুবায়ের আহমেদ অসীম (৩৩)।
এ ব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ৮৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৭৫০টি। নতুন ৫ জন সহ সর্বমোট ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৬৭৪ টি রিপোর্ট নেগেটিভ।
আক্রান্ত ৫ জনকে নিজের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ২৫ জন সুস্থ হয়ে উঠেছেন।