হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
বাহুবলে নকল জুস ফ্যাক্টরীর আবিষ্কারক করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জুস তৈরির বিপুল পরিমাণ ক্যামিকেল সামগ্রীসহ অবৈধ জুস জব্ধ করা হয়। সোমবার রাত ৩টার দিকে উপজেলার রাঘবপুর গ্রামে অভিযান চালায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো নবীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের মৃত আফরোজ মিয়ার ছেলে মোশাহিদ (২৮) ও হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে রফিক মিয়া (৩৪)।
পুলিশ জানায়, বাহুবল উপজেলার রাঘবপুর গ্রামের ফারুক মিয়ার বাড়ীতে একটি ঘর ভাড়া নিয়ে গ্রেফতারকৃতরা নকল জুসের ফ্যাক্টরী চালু করে। এতে বিভিন্ন কোম্পানির নামে-বেনামে উৎপাদিত শক্তিলিটি ফ্লেবার ড্রিংস, ইগো সাইফার নামের জুস উপজেলার পাহাড়ী এলাকায় বিক্রি করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাত ৩টার দিকে অভিযান চালায়। এ সময় লিচুর ফ্লেবারযুক্ত তরল কেমিক্যাল পাইপ, একটি ইলেক্ট্রনিক্স কর্ক মেশিনসহ লক্ষাধিক টাকার জুস উদ্ধার করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।