সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সাহিত্য চর্চায় এগিয়ে আসতে হবে। লেখা পড়ার পাশাপাশি সাহিত্য অঙ্গনে অংশগ্রহণ করতে হবে। অভিভাবকদের সেদিকে খেয়াল রাখতে হবে। সিলেট শিল্প সাহিত্যে অনেক এগিয়েছে। আমরা সবাইকে আলোকিত করতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। তিনি (২৫ জানুয়ারী) শনিবার সন্ধ্যায় নগরীর রিকারীবাজারস্থ নজরুল অডিটিরিয়ামে সিলেট ললিতকলা একাডেমী আয়োজিত সনদপত্র বিতরণ ও উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট ললিতকলা একাডেমীর সভাপতি এডভোকেট বেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও জয়শ্রী দেব জয়া’র সঞ্চলনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শাবিপ্রবি বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন সিলেট ললিতকলা একাডেমীর অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য, শুভেচ্ছা বক্তব্য রাখেন আবৃত্তি সংগঠকট সাংস্কৃতিক কর্মী মোঃ গোলাম আজাদ। বিজ্ঞপ্তি