দিরাই উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান কাল ॥ এ অনুষ্ঠান হবে ভাটি অঞ্চলের সবার জন্য গৌরব ও আনন্দের – সুরঞ্জিত সেন

39

দিরাই থেকে সংবাদদাতা :
ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে। উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, দু‘দিনব্যাপী এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান,স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী সহ সুনামগঞ্জ জেলার সকল এমপি ও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপকমিটি দিনরাত কাজ করে যাচ্ছে। দিরাই পৌর শহরে অন্তত: শ’খানেক তোরণ নির্মাণ করা হয়েছে। পৌরসভার সকল রাস্তাঘাট, মার্কেট ও দোকানপাট নতুন রূপে সাজানো হয়েছে। দিরাই বিএডিসি মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। আয়োজক কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার জানান, অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন। অতিথিদের স্বাগত জানাতে দিরাইবাসী প্রস্তুত। এখানে রাজনীতিবিদ, শিক্ষক-সাংবাদিক সহ দেশের প্রতিথযশা লোকজন আসবেন। দু’দিন ব্যাপী উৎসবে আলোচনা সভা সহ কুদ্দুছ বয়াতী, কন্ঠ শিল্পী মমতাজ এমপি, কন্ঠশিল্পী বিউটি, সাজু সহ দেশের অনেক নামী-দামী শিল্পিরা আসবেন। ঐ স্কুলের সাবেক ছাত্র নিরঞ্জন বর্মন বলেন, শতবর্ষ অনুষ্ঠান উপভোগ করতে পারব বলে আমরা গর্বিত। আমরা সবাই মিলে এ অনুষ্ঠান উদ্যাপন করব। দিরাই শাল্লার সংসদ সদস্য ও আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ঐ বিদ্যালয়ের সাবেক ছাত্র সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে স্মরণীয়। আমাদের জন্য দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানও তাই। এ অনুষ্ঠান হবে নবীন-প্রবীণের মিলন মেলা। আমরা সবাই সকল বেদাভেদ ভুলে গিয়ে একসাথে বসব, স্মৃতি চারণ করব। এ অনুষ্ঠান হবে আমাদের জন্য গর্বের ও আনন্দের। এ অনুষ্ঠানকে আমরা আগামী প্রজন্মের জন্য স্মৃতিস্বরূপ রেখে যাব। আমরা যেদিন থাকবনা তখন তারা আমাদের স্মৃতি চারণ করবে।