তোমার বুকে

61

নেছার আহমদ নেছার

নদী তোমার বক্ষে খুঁজি শান্তির নীড়-
তোমার এঁকে বেঁকে বয়ে চলা সুদূরের  পানে
অপরূপ মনে হয়;

প্রকৃতিকে আলিঙ্গন করে এই যে তোমার অস্তিত্ব
আমার সমস্ত ভালো লাগা ও স্বপ্নের
কাক্সিক্ষত ঠিকানা সেথায়;

আমার চাওয়া পাওয়ায় মানবীয় সকল
বাসনাগুলো সাজাই তোমাকে ঘিরে।
নদী-তোমার কি কষ্ট হয় না
এতো জল বুকে নিয়ে?

জান কি নদী স্রোতের টানে
বয়ে চলার গতি থামবে কখন?
গতিময়তায় আমিও ভেসে যেতে চাই
আমাকে দাওনা একটু ঠাঁই
আমি চিরকাল থাকতে চাই তোমার বুকে।