ব্লু হোয়েলসহ সব ধরণের গেম বন্ধের নির্দেশ

31

কাজিরবাজার ডেস্ক :
260464_151আত্মহত্যায় প্ররোচণা দেয়া ব্লু হোয়েল গেমসহ সব ধরনের সব গেম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ ধরনের গেম বন্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে রুল জারি করেছেন।
সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুলে স্বরাষ্ট্রসচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, আইজিপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারীগণের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, এটি একটি মরণঘাতী গেম। এই গেম অবশ্যই বন্ধ করা উচিত। এটি করা না হলে কিশোর-কিশোরীরা আসক্ত হবে। ধ্বংস হবে তরুণ সমাজ।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. কাউসার, এডভোকেট নূর আলম সিদ্দিক ও সুব্রত বর্ধন রিট আবেদনটি করেন।
ঢাকার এক স্কুলছাত্রীর বাবা তার মেয়ের আত্মহত্যার জন্য এই ইন্টারনেট গেমকে দায়ী করার পর দেশজুড়ে বিষয়টি আলোচনায় উঠে আসে।