জালাল আহমেদ জয়
অনুরাধা স্বর্গ সদা
নয় যে গোলক-ধাঁধা
ছায়ার তারায় তোমায় মায়ায়
হারাই আকূলতায়।
পাখির ছানা খাবার পেতে করে হাহাকার,
তোমার ছায়া পেতে আমার হৃদয়
আজ যেন একাকার।
তোমার ছায়ার আকর্ষণে
এই জগতে হয় যে বিসর্জন,
তোমায় পেতে অতি কাছে
আকূল আমার এই মন।
গাছের ডালে কোকিল ডাকে, বসন্তের কালে;
তোমার কোলে মাথা রাখিতে
এই বুকটা যেন জ্বলে।