গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর জেলরোডস্থ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন’র আহবায়ক ও দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব মোহাম্মদ শামছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ক্যাম্পেইন’র যুগ্ম-আহবায়ক ও সিলেটপ্রেসক্লাব এর সভাপতি ইকবাল সিদ্দিকী, যুগ্ম-আহবায়ক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সালাউদ্দিন আলী আহমেদ, যুগ্ম-আহবায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.কে.এম সমিউল আলম, যুগ্ম-আহবায়ক ও বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেট-এর নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, ক্যাম্পেইন’র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ই.ইউ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জিএসসি ইউকে সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী এবং রোটা: খায়রুল জাফর চৌধুরী প্রমুখ।
বাংলাদেশীদের জন্য ইউকে ভিসা প্রসেসিং ঢাকা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতি এবং ভিসা প্রার্থীদের নানাবিধ দুর্ভোগের বিষয়াদি এবং এর প্রতিকারে অচিরেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ব্যাপারে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। ক্যাম্পেইনের পক্ষ থেকে প্রথম কর্মসুচি হিসেবে বিগত ৬ মাসে নয়াদিল্লিস্থ ইউকে ভিসা অফিস থেকে বাংলাদেশী আবেদনকারীদের গণহারে ভিসা প্রত্যাখ্যান সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি