স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতদের অপতৎপরতা থামছে না। একের পর এক ডাকাত বাহিনীর উত্থানে অতিষ্ঠ পুরো অঞ্চল। ডাকাতি ও চাঁদাবাজদের হাতে জিম্মি এ অঞ্চলের পৌনে ২ লাখ মানুষ। প্রায়ই উপজেলার বিভিন্ন অঞ্চলে চলছে ডাকাতদের তান্ডব। সশস্ত্র বাহিনী নিয়ে ডাকাতরা কয়েকটি সেক্টরে ভাগ হয়ে উপজেলা জুড়ে চালাচ্ছে তাদের তৎপরতা। এলাকাবাসীর অভিযোগ, চিহ্নিত ডাকাতদের পুলিশ গ্রেফতার করলেও জামিনে বের হয়ে ফের তারা তৎপর হয়ে উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, গত রবিবার দিবাগত রাতে উপজেলার জীবনপুর গ্রামে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্ত্র ডাকাত দল ওই গ্রামের মৃত পেশন নাথের পুত্র কুকিল চন্দ্র নাথ (৪৫), উকিল চন্দ্র নাথ (৩৮), বিকাশ নাথ (৩৪) ও নৃপেশ চন্দ্র নাথ (৩২) এর বাড়িতে হানা দেয়।
ডাকাতির শিকার কুকিল চন্দ্র নাথ জানান, রাত আড়াইটার দিকে ১৫-১৬ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল দরজার সিটকিনি ভেঙ্গে ঘরে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। এ সময় তারা ঘরের আলমারিতে রক্ষিত ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকা, ১২টি মোবাইল সেট ও কয়েক লাখ টাকার প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে পালিয়ে যাবার সময় গ্রামের লোকজন ধাওয়া করলে ডাকাতরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বলে জানান কুকিল নাথ।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মিয়া আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেতার করা হবে। স্থানীয় লোকজন-ডাকাতদের বিরুদ্ধে চিরুণী অভিযান শুরুর দাবি তুলেছেন।