৭ই মার্চের ভাষণের পর আওয়ামীলীগ নেতারা দেশ ছেড়ে পালিয়েছিল -দিলদার সেলিম

32

সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম এক বিবৃতিতে বলেছেন, আওয়ামীলীগ এদেশে ফ্যাসিবাদ, বাকশাল, স্বৈরাচার ও মিথ্যাচার করে বার বার পার পেয়েছে। একটি অবৈধ হাস্যকর ভোটারবিহীন নাটকীয় নির্বাচন করে তারা চেয়েছিল এই অপকর্মটাকেও জায়েজ করতে; কিন্তু বর্তমানে বাংলার জনগণের রোষানলে পড়ে তারা এতই চাপের মধ্যে আছে যে- সপ্তাহ কত দিনে হয় সেটিও ভুলে গেছে। বর্তমানে অবৈধ সরকার কর্তৃক সৃষ্ট চলমান সংকট এক সপ্তাহে কেটে যাবে মন্ত্রীদের প্রলাপই বলে দেয় আওয়ামীলীগের অবস্থা নাজুক। তাদের পায়ের নিচে মাটি নেই শূন্যের উপর দাঁড়িয়ে আছে। পুলিশ দিয়ে রাজনৈতিক সংকট মোকাবেলা পাগলের উন্মোদনা ছাড়া আর কিছু হতে পারে না। ক্ষমতার নেশায় পাগলপারা আওয়ামীলীগের অচিরেই শুভ বুদ্ধির উদয় না হলে নির্লজ্জ পরিণতি বরণ করে ইতিহাসের কলংক তিলক থাকবে আওয়ামীলীগের কপালে। তাই আমাদের রাজনৈতিক সহচর আওয়ামীলীগারদের এই করুণ পরিণতির পূর্বেই সঠিক পথে ফিরবে বলে আমরা আশাবাদী। ৭ মার্চের ভাষণ নিয়ে বঙ্গবন্ধুকে বার বার আওয়ামীলীগ অপমান করেছে উল্লেখ করে তিনি বলেন, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আওয়ামীলীগই প্রত্যাখ্যান করেছে। কারণ এই ভাষণের পরেই আওয়ামীলীগ নেতারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া না দিয়ে দেশ ছেড়ে পালিয়েছিল। সংকট সৃষ্ট করে আওয়ামীলীগরা পালিয়ে যাওয়ার পর অভিভাবক বিহীন ৭১ এর মহাসংকটে ২৬ মার্চ মুক্তিযুদ্ধের মহানায়ক মেজর জিয়ার ঘোষণাই জাতি ঐক্যবদ্ধ হয়ে পাকহানাদারের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ছিল। সাজানো আদালতে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে রায় প্রকাশকে বঙ্গবন্ধুর সম্মানহানী উল্লেখ করে তিনি বলেন, এই অপমানের জন্যে আওয়ামীলীগকে একদিন কাঠগড়া দাঁড়াতেই হবে। আওয়ামীলীগ নেতারা মঞ্চে উঠে আওয়ামীলীগ কোন কিছু ভয় করে না বলে চিৎকার করেন এটি নিছক হাস্যকর চাপাবাজী। আওয়ামীলীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাহলে নির্বাচনে এত ভয় কেন? জনগণকে এত ভয় পান কেন?
খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা নিয়ে তিনি আওয়ামীলীগকে হুঁশিয়ারী করে বলেন, বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। এটি কাপুরুষের দল নয়। যে সাজ করার পূর্বেই কেটে পড়ে দেশ ছেড়ে পালাবে। বিএনপি হচ্ছে বাংলাদেশের আপোষহীন বীরপুরুষ, মুক্তিযোদ্ধার মহানয়ক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। এদেশে স্বাধীনতা সংগ্রাম থেকে সকল সংকটময় মুহূর্তে আওয়ামীলীগ যখন আপোষকামী হয়ে কাপুরুষের মত চলে যায় আত্মগোপনে, তখনই বিএনপি দেশ মাতৃকা গণতন্ত্র রক্ষায় হাল ধরেছে। গুম, খুন, হত্যা, মামলা, হামলা, নির্যাতন আওয়ামী অপকর্ম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না। এগুলো ফ্যাস্টিট স্বৈরাচার পরাজিত শক্তি। তাই এই আওয়ামী অপশক্তির বিরুদ্ধে সিলেট তথা বাংলাদেশে ২০ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের প্রতিটি ইউনিয়ন, পাড়া-মহল্লা থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে নির্দেশনা ও সিলেটবাসীর প্রতি উদ্ধাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি