ফেরদৌসী খানম রীনা
মা যে আমার চাঁদের হাসি
মমতায় ভরা মুখ,
হাজার বেদনার মাঝেও
দেখে পাই যেন সুখ।
জন্ম নিয়ে প্রথম আমি
আমার মাকে দেখি,
মায়ের কাছেই প্রথম
সকল কথা শিখি।
মা আমার প্রাণের প্রিয়
আমার আপনজন,
মায়ের জন্য কাঁদে মন
দিনরাত সারাক্ষণ।
মা তুমি অমূল্য রতন
তুমি আমার জীবন,
ভালোবাসি শুধু তোমায়
তুমি আমার মরণ।
মাথার মুকুট তোমায় জানি
তুমি আমার সাধনা,
ভালো থেক তুমি সব সময়
তোমার জন্য প্রার্থনা।.