সৌমেন কুমার
তোমায় বড় বাসি ভালো
আছো স্বপ্ন সুরে,
কভু যদি যাও গো ছেড়ে
যাবো তবে মরে !
তুমি আছো সুখে দুখে
থাকবে বুকের মাঝে,
তুমি থাকো ভাবনা জুড়ে
সকাল সন্ধ্যা সাজে !
তুমি যদি খারাপ থাকো
উবে যায় সব সরব,
তুমি পাশে থাকলে সদা
আর চাই না আর যা সব !
আপন তুমি স্বজন তুমি
তুমি জীবন মরণ,
করলে তুমি স্বপন হরণ
থাকো সদা স্মরণ !
দুলে দুলে হৃদয় কূলে
আর না মর্মমূলে,
জীবন দিলে ভরে ফুলে
হেলে দুলে এলোচুলে !
আকুল তোমার ভাবাদর্শে
জীবন থাকে হর্ষে,
সতেজ থাকি তোমার স্পর্শে
তোমার কণ্ঠ বর্ষে !
তোমার রূপে আমি তন্ময়
হয়ে থাকি বিস্ময়
তোমার এতো আত্মপ্রত্যয়
হয় না তাতে ব্যত্যয়।
আমার কষ্টে বুকের মাঝে
থাকো হয়ে সেবী
কেবল আমার জন্য তুমি
সেজে হও তো দেবী।
তুমি আমার জীবন বিন্যাস
তুমি নিঃশ্বাস বিশ্বাস
করি মোরা সুখেতে বাস
পেয়ে তোমার আশ্বাস।
আসলে ঝড় বা আসলে ঝঞ্ঝা
হবু না কভু ভাগ
জীবন চলতে থাকে এমন
থাকে রাগ অনুরাগ।
আমার তুমি হৃদয় কণা
ভাবি ক্ষণে ক্ষণে
বাসি ভালো বড্ড বেশি
নিত্য বাস এই মনে।
তুমি জীবন তুমি মরণ
তুমি ভাবনা জুড়ে
তুমি বিনা এই না ভবে মরবো পুড়ে পুড়ে।