ঘরের তালা

12

রিপলু চৌধুরী

মনের মাঝে ভাব আসেনা
লিখব কি কবিতা
ঘরের মাঝে বন্দী হয়ে
জীবন হলো তিতা।

লিখতে চাই ছন্দের কথা
পাইনা প্রাকৃতির দেখা
ঘরে বন্দী হয়ে একা
মন ছুটে আঁকাবাকা।

না পাই ফুলের সুভাষ
না পাই মুক্ত বাতাস
ঘরের মধ্যে বন্দী হয়ে
বন্ধ হছে নিঃশ্বাস।

দুই হাজার বিশ সালের করোনা
মানুষ তোমাকে ভুলবে না
ঘরে মাঝে বন্দী করে
তুমি করলে স্বাধীন জেল খানা।

ইতিহাসের পাতার মধ্যে
থাকবে তুমি স্মৃতি হয়ে
সেই কথা মনে পড়িলে
কাঁদবে সবাই সেই ভয়ে।