সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে ৭২ ঘন্টা হরতালের সমর্থনে গতকাল বৃহস্পতিবার গণমিছিল মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। সুনামগঞ্জ কোর্ট পয়েন্ট থেকে জেলা বিএনপির আহ্বায়ক নাছির চৌধুরীর নেতৃত্বে প্রতিদিনের দিনের মত মিছিল বের করা হলে পুরাতন বাস্ট্যান্ড এলাকায় পুলিশ বাধায় পড়ে, পুলিশ বাধা অতিক্রম করতে না পেরে তারা রাস্তায় সমাবেশ করে। এ সময় নাছির চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণমিছিল কর্মসূচিতে সুনামগঞ্জের কসল শ্রেণীর জনগণ অংশগ্রহণ করে প্রমাণ করেছে, খালেদা জিয়ার সাথে সুনামগঞ্জের জনগণ ছিল আছে। তিনি সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পুলিশ দিয়ে, মামলা, মাহলা দিয়ে আন্দোলন দমানো যাবে না। তাড়াতাড়ি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন। নতুবা এদেশের মানুষ আপনাদের প্রতিহত করবে। খালেদা জিয়ার কিছু হলে সারা দেশের ন্যায় সুনামগঞ্জও উত্তাল হবে। অবৈধ সরকার তা সামাল দিতে পারবে না। খালেদা জিয়ার ডাকে রাজপথে এসেছি, জীবন দিতে হয় দেবো। তবুও এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবো। বাংলাদেশের ক্রিকেটারদের তিনি অভিনন্দন জানিয়ে বলেন, যে দিন দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি ফরোয়ানা জারি করলো অবৈধ সরকার সেদিন বাংলাদেশের দামাল ছেলেরা মনোবল হারিয়ে খেলায় মনোনিবেশ করতে পারেনি। সে দিন আমরা পরাজিত হয়েছিলাম। আজ তার প্রতিশোধ নিয়ে আমরা বিজয় অর্জন করলাম। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এড. মাসুক আলম, এড. আব্দুল হক, আতম মিছবা, অধ্যক্ষ শেরগুল আহমেদ, এড. শামসুর রহমান, এড. মাসুক আহমদ, এড. আব্দুল জলিল, এ্যাড শাহিনুর রহমান, এ্যাড জাহার উদ্দিন, এ্যাড নাজিম কয়েছ, এ্যাড কামাল হোসেন, এ্যাড মোশাহিদ আলী, এ্যাড কবির হোসেন, এ্যাড জুবায়ের আহমদ, এ্যাড. মনির আহমদ, এ্যাড আব্দুল আহাদ, এ্যাড জামাল উদ্দিন, এ্যাড সাজ্জাদ হোসেন, এ্যাড আবুল কাশেম, এ্যাড সালেহ আহমদ, এ্যাড ফয়ছল আহমেদ, সামছুর রহমান বাবুল, সৈয়দ আমিনুল হক হেলাল, ইকবাল বখত সুমন, শামীম আহমদ, হোসেন আমীর, কামাল পাশা, মোনাজ্জির, আব্দুল মতিন, নূরুল আলম, সুয়েব চৌধুরী, মঈনুল ইসলাম, শফিউল ইসলাম, মোঃ জুয়েল আহমদ, মোঃ ফারুক মিয়া, মাহমদ, সেলিম আহমদ, এমএ হায়াত, একে কুদরত পাশা, মকসদ মিয়া, রেজাউল করিম, নূরে আলম, অজিত দাস, সমিরনদে, তকবুর, আমিনুল হক, মোঃ রেদুয়ান, শিমুল মিয়া, মানিক মিয়া, সমাদ মিয়া, রিন্টু দাস, মিনহাজ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ময়না মিয়া, আবুল কালাম ছাত্রদল নেতা ফরহাদ শাহ, মুছিহুর রহমান জুনায়েদ, রুহুল, রূপক, আজাদুর রহমান আজাদ, আবু সালেহ, ছুটিল, শরিফ, আলম, নুরুল আমীন, মালেক, সাইফুল, সেইকুল ইসলাম, সাদ্দাম, সজিব, জালাল, সুজনপাল প্রমুখ।