এম.আবু বকর সিদ্দিক

5

জীবন গাড়ির আলো :

আবার এলো ফেব্রুয়ারি
বসল বইয়ের মেলা,
বইমেলাতে ছুটবে তাপস
করবে নাকো হেলা।

সারিসারি ষ্টলগুলোয়
হাসছে জ্ঞানের ফুল,
সে ফুল থেকে মধু নিতে
করিস না কেউ ভুল।

নতুন বইয়ের রঙিন মলাট
মুগ্ধ করে আখি।
নীল গগনে উড়ছে যেন
হলুদ বরণ পাখি।

বই কেনা চাই, বই পড়া চাই
বই আনা চাই ঘরে,
শব্দগাঁথা মুক্তগুলো
জ্বলুক এ অন্তরে।

শুদ্ধাচারী জ্ঞানীর লিখন
পড়ে নেয়া ভালো,
তাদের লেখায় অঙ্কিত হয়
জীবন গাড়ির আলো।