দিরাই থেকে সংবাদদাতা :
প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার ও দিরাই বিএনপি হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল সমাবেশ করে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দিরাই পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন তারা। দুপুরে মিছিল শেষে থানা রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে উপজেলা বিএনপির সহ সভাপতি ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর তালুকদার বলেন, শান্তিপূর্ণ পিকেটিং চলাকালে যুবদল নেতা সৈয়দুর রহমানকে সম্পূর্ণ অন্যায় ভাবে আটক করে নগদি পুর গ্রামের মারামারির মামলার আসামী বানিয়ে তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠায় দিরাই থানা পলিশ, এর আগে আমাদের নেতা উপজেলা পরিষদের জনপ্রিয় ভাইস চেয়ারম্যান কে ও পুলিশ অন্যায়ভাবে আটক করে, তিনি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী কে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, মিথ্যা মামলা, পুলিশ হয়রানী ও গ্রেফতার করে আন্দোলন থামানো যাবে না, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিযে যাব। এ সময় উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের আহবায়ক আব্দুর রশিদ চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী সহ ২০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। এ দিকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী দিরাই যুবদল নেতা সৈয়দুর রহমান কে আটক করে একটি মারামারির মামলার আসামি করে জেল হাজতে পাঠানো তীব্র নিন্দা জানিয়ে বলেন, কার ইশারায় পুলিশ এসব অন্যায় কাজ করছে সেদিন বেশি দূরে নয় সবাই কে এর জবাব দিতে হবে।