ছাতকে গাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জামায়াত-বিএনপি’র ৩ কর্মী গ্রেফতার

33

ছাতক থেকে সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ রোডের কৈতক-রাউলী এলাকায় শনিবার রাতে পেট্রোল বোমা ছুঁড়ে গাড়ী পুড়ানোর ঘটনায় জড়িত সন্ধেহে দু’জন জামাত ও এক বিএনপি কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার রাতে যৌথ বাহিনী এক সাঁড়াশী অভিযান চালিয়ে বরাটুকা-রুকনতাজ ও সাউদেরগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা-রুকনতাজ গ্রামের সমুজ আলীর পূত্র ও ইউনিয়ন জামাতের সহ-সভাপতি নূর আহমদ হিরন (৩৭) ও তার ছোট ভাই জামাত কর্মী ফয়েজ মিয়া (২৬)কে নীজ বাড়ী থেকে আটক করা হয়। এদিকে জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের আফরোজ আলীর পুত্র যুবদল কর্মী জাকারিয়া আলী (১৮)কে একই ঘটনায় নিজ বাড়ী থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, র‌্যাব-৯ এর এএসপি অলক বিশ্বাস ও ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সির যৌথ নেতৃত্বে অভিযান চালিয়ে রবিবার গভীর রাতে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় ছাতক থানার এসআই আহমেদ সঞ্জুর মোর্শেদ, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই শফিকুল ইসলাম, এস আই অমিতাভ দাস তালুকদার অভিযানের সাথে ছিলেন। গতকাল সোমবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামুন পরিবহনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গাড়ী চালক ফারুক মিয়া বাদী হয়ে রবিবার রাতে ছাতক থানায় অজ্ঞাতনামা ৫০-৬০জনের বিরুদ্ধে একটি মামলা (নং১১) দায়ের করেন।