আবু নাসের সিদ্দিক তুহিন

14

ভালো মানুষ চাই :

এখনও যোগ্য হতে পারিনি, বিবেকহীন নোংরা সমাজে
এখনও তারাই খোঁজে স্বার্থান্ধতায়, একপশলা মেঘ রৌদ্রময় সূর্য
কি বেকুব সমাজের ঐসব, কাঁকড়া সম কাঁকর মানুষ!

ভাবা যায়, দেখা যায়, তাদের নিষ্ঠুরতার চরম আলিঙ্গনে
সমাজ বিনির্মানে তাদের অসহযোগিতা শুধুই স্বার্থান্ধ
রন্ধ্রে রন্ধ্রে রক্তচক্ষু বাদুর সম নিবিষ্ট কোনো এক কোণে
সহায়ক পরিবেশ তাদের ফাঁদ পাতা মাত্র কিছু বাক্য
নিজেকেই চিনতে, চেনাতে, চেয়ার পেতে তারা দৌরাত্ম
রাজপুত্রসেজে যোগ্য করে দেখাতে চায় নিজকে
সেনার মুকুটে
কেউ আছে পাশে, তাকেও জায়গা দাও দিতে হয় হবে ভাবনা নেই
না তার শুধুই চাই চাই, আর কেউ তাদের সমকক্ষ হবেন না
সমাজটা কুক্ষিগত আষ্টেপৃষ্ঠে নষ্টমানুষের আড়ষ্ট ফাঁদ মাত্র
তাদের হুংকার তাদের ভাবাবেগে অনুভূতিতে শুধুই নিজের ভাবনা
এখন মানুষ পরিবর্তন চায় মানসিকতার কিংবা দৃষ্টিভঙ্গির
তৃষ্ণার্ত সমাজ চায় নিবেদিত সুন্দর মনের সব ভালো মানুষ।