দিরাই সংবাদদাতা
দিরাই কালনী নদীর উপর নির্মিত কালনী সেতু, দিরাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ কয়েক টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালী এ সব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, সহকারী কমিশনার (ভ‚মি) জনি রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলা সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, তথ্য ও সেবা কর্মকর্তা পারমিতা দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সত্যব্রত দাসসহ প্রশাসনও বিভিন্ন শ্রেনিপেশার জনগণ।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ২২ কোটি টাকা ব্যয়ে দিরাই উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সেতুর পূর্ব পারে সংযোগ সড়কের পর আর কোন সড়ক নেই। ফলে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে নির্মিত সেতুটি কোন কাজে আসছেনা দিরাইবাসীর। দিরাই-শাল্লা নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্বপ্ন ছিল এই সেতুটি সড়কে যুক্ত হবেন পূর্ব দিরাইয়ের বাসিন্দারা। আর এ সড়কটি দিরাই উপজেলার হোসেনপুর থেকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া হয়ে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কে যুক্ত হবে। এর ফলে ভাটির উপজেলা দিরাইয়ের মানুষ ২০ কিলোমিটারেরও বেশি পথ বাঁচিয়ে উপজেলা সদর থেকে বিভাগীয় শহর সিলেট বা রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারবেন। কিন্তু নির্মাণের ৮ বছর পার হলেও সেতুটি ব্যবহার হচ্ছে না। সেতু থাকলেও রাস্তার সংযোগ স্থাপন হয়নি আজও। এর মধ্য দিয়ে নির্মাণের ৮ বছর পর আজ সেতুটি উদ্বোধন হল।
জানা যায়, ৫ নভেম্বর বেলা ২টায় পৌরসভার ৯নং ওয়ার্ডে ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ ড. জয়া সেনগুপ্ত। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, মেয়র বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ। ৫ নভেম্বর ভিত্তপ্রস্তর স্থাপন হলেও আজ ১৪ নভেম্বর শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর উদ্বোধন করা হয়।