হযরত শাহজালাল (রহ.) ৭০২ তম ওরস বার্ষিকী আজ

16

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০২ তম বার্ষিক ওরস শরিফ মহামারি করোন ভাইরাস কোভিট-১৯ এর কারণে নেওয়াজ অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে শুরু হবে।
মাজারে গিলাফ চড়ানো, খতমে কোরআন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ওরস পালন করা হবে। করোনা ভাইরাসের কারণে আশিকান, ভক্তবৃন্দ সমাগমগণ না হওয়ার জন্য এবং নিজ নিজ ঘরে বসে ওরস বার্ষিকী পালন করার জন্য আহ্বান জানান দরগাহ্- হযরত শাহজালাল (রহ.) এর সরেকওম, মোতাওয়ালী ফতেউল্লাহ্ আল আমান।
এদিকে সামুন মাহমুদ খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে নেওয়াজ অনুযায়ী ওরস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দরগাহ কর্তৃপক্ষ। শুক্রবার দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ওরস শেষ হবে। বিজ্ঞপ্তি