দিরাই থেকে সংবাদদাতা :
দিরাই পৌরশহরের কলেজ রোড, শ্যামারচর রোড, শল্লা রোড ও মদনপুর রোডের চৌ-মোহনায় অবস্থিত দিরাই বাস ষ্টেশন এখন যানজট ষ্টেশনে পরিণত হয়েছে। ছোট জায়গায় বাস, লেগুনা, অটোটেম্পু, সিএনজি ও ব্যাটারি চালিত গাড়ির ষ্টেশন হওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগেই থাকে, তাছাড়া ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে। এতে দুর্ভোগ পোহাতে হয় এই রাস্তা দিয়ে চলাচলকারী দিরাই ডিগ্রি কলেজ, উপজেলার রফিনগর, ভাটিপাড়া, করিমপুর চরনারচর ও রাজানগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের। কলেজ ছাত্রী হাসনা, হাফিজা, মন্না অভিযোগ করে বলেন, আমাদের বাসা থেকে কলেজে আসতে সময় লাগে ১৫-২০ মিনিট, আর বাস ষ্টেশন পার হতে সময় লাগে ১০-১২ মিনিট, ছোট একটু জায়গায় বাস, লেগুনা, সিএনজি সহ সকল গাড়ির ষ্টেশন হওয়ায় সারা দিন এখানে যানজট লেগেই থাকে, গড়ির হরণ আর হেলাপার যাত্রীর গাদাগাদি কলেজ রোডের পরিবেশ নষ্ট হচ্ছে, আমরা চাই এখান বাস ষ্টেশন শহরের বাহিরে কোথায় চলে যাক। দিরাই ডিগ্রি কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ অনুকুল চন্দ্র দেব বলেন, আমাদের কলেজের ছাত্র সহ ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষের দাবি বাস ষ্টেশন এখান থেকে শহরের বাহিরে নেওয়া হোক। দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া বলেন, আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি, পৌর শহরের চারটি রাস্তার সংযোগ স্থলে বাস ষ্টেশন হওয়ায় সারা দিন এখানে যানজট লেগে থাকে, ছোট বড় সকল গাড়ি এক জায়গায় থাকায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটেই থাকে, আমরা চাই বাস ষ্টেশন এখান থেকে সরিয়ে নেওয়া হোক। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন, কলেজ রোডের ব্যস্ততম চারটি রাস্তার চৌ-মোহনায় বাস ষ্টেশন হওয়ায় ওই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, বাড়ছে জন দুর্ভোগ, আমরা চাই বাস ষ্টেশন এখান থেকে সরানো হোক। দিরাই পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায় বলেন, বাস ষ্টেশন এখান থেকে আনোয়ার পুরে স্থানান্তরের বিষয় টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। দিরাই পৌর সভার মেয়র আজিজুর রহমান বুলবুল লন্ডনে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।