শতবর্ষ উদযাপন পরিষদের সমন্বয় সভায় সুরঞ্জিত সেন ॥ এ অনুষ্ঠান হবে নবীন-প্রবীণের মিলনমেলা

36

Derai picদিরাই থেকে সংবাদদাতা :
দিরাই উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, একটি বিদ্যালয়ের  সফল ভাবে পরিচালিত হয়ে শত বর্ষে পদার্পণ একটি এলাকার জন্য গৌরব ও সম্মানের বিষয়। আর একটি মানুষের জীবনে নিজের বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন অনুষ্ঠানে অংশ গ্রহন করাও সুনামের ও গর্বেও বিষয়, আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে এ অনুষ্ঠানকে সফল করে তুলতে  কাজ করব, এ অনুষ্ঠান হবে দিরাই তথা ভাটি অঞ্চলের জন্য সর্ব ৃবহৎ অনুষ্ঠান, সুনামগঞ্জের জুবেলী সরকারী উচচ বিদ্যালয়ের পর সুনামগঞ্জ জেলার সর্ব বৃহৎ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান,এটা হবে নবীন-প্রবীণের মিলন মেলা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ উৎসব মাইল ফলক ও প্রেরণার উৎস হয়ে থাকবে। অতীতের স্মৃতি চারণ করে সুরঞ্জিত সেন বলেন,এ বিদ্যালয় শত বছরে অনেক গুণীজনের জন্ম দিয়েছে যারা আজ দেশে বিদেশে ওই বিদ্যালয়ের সুনাম বয়ে আনছে, আর এ সব গুণীজন একসাথে একত্রিত হবেন ওই বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে, সেদিনটি হবে দিরাই বাসীর জন্য গৌরব ও আনন্দের, ইতিমধ্যে আমরা ঢাকায় অবস্থান রত প্রাক্তন ছাত্রদের অনেক সহযোগিতা পেয়েছি, সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সফলের জন্যই আমরা আজ এখানে মিলিত হয়েছি, আজকের অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণ আমাকে আনন্দিত করেছে, আমি আশাবাদী  আমরা ভাটি অঞ্চলের মানুষকে নতুন কিছু উপহার দিতে পারব। গতকাল শুক্রবার বিকেলে দিরাই উপজেলা গণমিলনায়তন হলে দিরাই উচচ বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন পরিষদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেন এ সব কথা বলেন। উদযাপন পরিষদের আহ্বায়ক আলতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক হাফিজুর রহমান তালুকদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক আব্দুল কুদ্দুছ, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, সহকারী পুলিশ সুপার এসএম ফায়সল, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম। বক্তব্য রাখেন দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ওই বিদ্যালয়ের সাবেক ছাত্ররা। উৎযাপন পরিষদের সদস্য সচিব সব্যসাচি দাস বলেন, এখন পর্যন্ত ২শ ৯৪ জন সাবেক ছাত্র রেজিষ্ট্রেশন করেছেন।  ছাত্র সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম ৪০ বছরের কোন কাগজপত্র আমাদের কাছে নেই। ৬০ বছরের প্রমানাধি আমার কাছে আছে। ৬০ ছাত্রসংখ্যা কত জানতে চাইলে তার সঠিক হিসেব দিতে পারেননি প্রধান শিক্ষক।