যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সরকার কর্তৃক দোকানপাট শপিং মল খোলার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার এক বিবৃতিতে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ¦ শেখ মখন মিয়া চেয়ারম্যান, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিনিয়র সহ সভাপতি মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, নিয়াজ মো. আব্দুল করিম, জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, লামাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাইয়ুম শাহীদ, শুকরিয়া মার্কেট কমিটির সাবেক সভাপতি ফুয়াদ বিন রশীদ, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, সরকার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছেন আমরা ব্যবসায়ীরা এর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞ। কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাভাবে উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়ীদের কষ্ট দুর্ভোগে আমরা সরকারের সকল সিদ্ধান্ত ও বিধি নিষেধকে স্বাগত জানিয়ে তা পালন করার চেষ্টা করেছি। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যাতে সকাল ১০ হতে ৫টা পর্যন্ত সময়টিকে বাড়ানোর বিবেচনা করেন। নেতৃবৃন্দ বলেন, বিগত ২০২০ সালের করোনাকালীন সময়ে পহেলা বৈশাখ, পবিত্র রমজান ও ঈদুল ফিতরে ব্যবসার দিক দিয়ে আমরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছি। গত বারের সেই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ২০২১ সালের করোনা ভাইরাসের দ্বিতীয় ঝাপটা আমাদের পথে বসার উপক্রম হয়েছে। তাই ২০২১/২২ সালের সকল সরকারি ট্যাক্স মওকুফ করার দাবি জানাাচ্ছি। বিজ্ঞপ্তি