আমরা খুব খারাপ সময় অতিবাহিত করছি -প্রধান বিচারপতি

48

1111মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা বলেছেন, রিক্সা চালক, বাসের চালক  হেলপার, শিশু ও মহিলা সহ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। এদের পরিবার কোথায় আশ্রয় পাবে। তাই তিনি অবরোধ ও হরতালকারীদের প্রতি আহবান জানান, এসব মানুষ যাতে প্রাণ না হারায় সে লক্ষ্যে আপনারা আরও সহনশীল ও সচেতন হোন। তিনি আরও বলেন, আমরা খুব খারাপ সময় অতিবাহিত করছি। সাধারণ মানুষের চলাফেরা নিয়ে শঙ্কিত আছি। তিনি বলেন, সাধারণ মানুষ যেভাবে মৃত্যুবরণ করছে তা আমাকে পীড়া দেয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থাকতে হবে যাতে সাধারণ মানুষ প্রাণ না হারায়।
গত ৫ ফেব্র“য়ারী বৃহস্পতিবার রাত ৯টায় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্তের সভাপতিত্বে ও এডভোকেট মাসুক মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার সদর আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগম, জেলা প্রশাসক মো: কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শান্তিপদ ঘোষ, সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব প্রমুখ।
তিনি আরো বলেন  যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত অনেক দুর্ধর্ষ আসামী কিছুদিন কারাবাসের পর বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। যাবজ্জীবনের অর্থই হলো, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ব্যক্তির জীবনের বাকী জীবনকে কারাগারে থাকা বুঝায়। এই যাবজ্জীবনকে ভুল ব্যাখা দিয়ে অপরাধীরা কম সময়ে জেল থেকে বের হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে ৩০ লক্ষ মামলা বিচারাধীন আছে। এই মামলাগুলো নিষ্পত্তি করতে তিনি সারা দেশের আইনজীবী সহযোগিতা চেয়েছেন।
বৃটিশ আমলে শোষণ করার জন্য যে আইনগুলো চালু করা হয়েছিলো সেই আইনগুলো গণতান্ত্রিক দেশে উপযোগী নয়। মামলা জট এর অন্যতম একটা কারণ। তাই সরকার এই আইনগুলো পরিবর্তন করে গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে আইন করার জন্য কাজ করছে।
প্রধান বিচারপতি এই দেশ স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশ স্বাধীন নাহলে আমি প্রধান বিচারপতি হতে পারতাম না। তিনি আরো বলেন এতোদিন ধর্ম নিরপেক্ষতা পরিপূর্ণ ছিলনা, তিনি প্রধান বিচরপতি হওয়ার পর মনে করেন দেশে পুরোপুরি ধর্ম নিরপেক্ষতা রয়েছে।
তাই তিনি যতদিন দায়িত্বে আছেন ততদিন যেনো বিচার বিভাগ ও দেশের উন্নতির জন্য কাজ করে যেতে পারেন সকলের কাছে সেই দোয়া চান।