মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বারের মতবিনিময় সভা ॥ চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিতে হবে

63

finalদেশের চলমান অস্থিতিশীলতা নিরসন ও ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব থেকে উত্তরণের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে সিলেটের সকল মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ। স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। হরতাল, অবরোধ সহ অন্যান্য রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে ব্যবসায়ীরা দিনের পর দিন মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সভায় বক্তারা আরো বলেন, হরতাল-অবরোধের কারণে দোকান-পাট বন্ধ থাকায় ব্যবসায়ীরা দোকান ভাড়া, কর্মচারী বেতন, সরকারের ভ্যাট-ট্যাক্স, বিদ্যুৎ বিল ইত্যাদি খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন। এ রকম চলতে থাকলে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া ছাড়া সাধারণ ব্যবসায়ীদের সামনে আর কোন পথ খোলা থাকবেনা। চেম্বার সভাপতি দেশের এ অস্থিতিশীল পরিস্থতি থেকে উত্তরণের লক্ষ্যে এফবিসিসিআই এর পরিকল্পনা অনুযায়ী সিলেট চেম্বারের উদ্যোগে “সবার উপরে দেশ, দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও” এ শ্লোগান নিয়ে আগামী ৮ ফেব্র“য়ারী সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদেরকে চেম্বার ভবনের সম্মুখে জাতীয় পতাকা নিয়ে প্রতীকী অবস্থানের আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক নূরুল ইসলাম, মোঃ লায়েছ উদ্দিন, এনামুল কুদ্দুছ চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী, প্রাক্তন পরিচালক  এম এ ওয়াদুদ, মোঃ আতাউর রহমান, ফালাহ্ উদ্দিন আলী আহমদ, মোঃ সিরাজুল ইসলাম সিরাজী, মতচ্ছির আলী, মোঃ আজিজুর রহমান ও মোঃ নাজমুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন কিবরিয়া সুমন, সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, মোঃ হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, মোঃ সাহিদুর রহমান, এজাজ আহমদ চৌধুরী, এ টি এম শোয়েব, মুকির হোসেন চৌধুরী, মোঃ বশিরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, আব্দুর রহমান রিপন, মোঃ কয়ছর আলী, আলা মিয়া, অধ্যাপক আলতাউর রহমান, জয়নুল আকতার চৌধুরী, আব্দুল ওয়াদুদ পাবেল, আব্দুল মুমিন মল্লিক, মোঃ আলেক মিয়া, আব্দুছ ছালাম আনু, জিয়াউল হক শিশু, মুজিবুর রহমান স্বাধীন, মোঃ মুশফিক উস সামাদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি