হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
বানিয়াচং উপজেলার ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসে আগুন ও ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃর্ত্তরা। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসে আগুন লাগায় দুবৃর্ত্তরা। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভূমি অফিসের দরজা-জানালা পুড়ে গেছে। ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম ও এসিল্যান্ড বিএম মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে বুধবার রাত ৮টায় বানিয়াচং ফায়ার সার্ভিস ষ্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ফায়ার সার্ভিস এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত ও মালামালের ক্ষতি হয়নি। ফায়ার ষ্টেশনের বাবুর্চি ফয়জুর রহমান জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদের স্থাপনার পেছন দিক থেকে ককটেলটি ছুড়েছে দুবৃর্ত্তরা। বানিয়াচং ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার নজরুল ইসলাম জানান, অল্পের জন্য সরকারের কোটি টাকা মূল্যের গাড়িটি রক্ষা পেয়েছে। গাড়ি থেকে মাত্র ২০ গজ দূরে ককটেলটি বিস্ফোরিত হয়। বানিয়াচং থানার অফিসার ওসি মোঃ লিয়াকত আলী, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল দু’টি পরিদর্শন করেছে। এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে হবিগঞ্জ শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পিকেটিং করেছে হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিক দল। বৃহস্পতিবার সকালে শ্রমিক নেতা নূরুল হক লিটন মিয়ার নেতৃত্বে পিকেটিংয়ে অংশ নেন আনোয়ারুল ইসলাম আনু, ফুল মিয়া, জব্বর মিয়া, আমির আলী, জামাল মিয়া, রাসেল মোল্লা, জুম্মন মিয়া প্রমুখ।