ফেনসিডিল, জালনোট ও ওয়্যারলেস সেটসহ হবিগঞ্জ জেলা বিএনপি নেতা গ্রেফতার

30

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ফেনসিডিল, জালনোট ও ওয়্যারলেস সেটসহ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিমকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ৭টার দিকে বিজয়নগর থানার ওসি আব্দুর রব-এর নেতৃত্বে একদল পুলিশ তাকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, রাত ৭টার দিকে এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম চান্দুরার একটি দোকানে র‌্যাব পরিচয়ে কেনাকাটা করে এক হাজার টাকার একটি জাল নোট দেন। দোকান মালিক জাল নোট এবং কামাল উদ্দিন সেলিমের হাতে ওয়ারল্যাস সেট দেখে সন্দেহ পোষণ করেন। সাথে সাথে আশপাশের ব্যবসায়ীদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিজয়নগর থানার ওসি আব্দুর রব জানান, এডভোকেট সেলিমের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল, ৭টি এক হাজার টাকার জাল নোট ও একটি ওয়ারল্যাস সেট উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান, গ্রেফতারকৃত সেলিমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার আসামী। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য ব্রাহ্মণবাড়িয়ায় কাগজপত্র পাঠানো হয়েছে।