বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট ॥ মালয়েশিয়া-সিঙ্গাপুর সেমিফাইনাল আজ

42

1000000000_51890স্পোর্টস ডেস্ক :
মালয়েশিয়া ও সিঙ্গাপুর ফুটবল দলের মধ্যে তেমন কোনো পার্থক্য আছে বলে মনে করছেন না মালয়েশিয়া কোচ রাজিব বিন ইসমাইল। সিলেটে প্রথম সেমিফাইনালে দুদলেরই সমান সুযোগ রয়েছে। ওই ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন ইসমাইল,‘ফাইনালের জন্যই সব প্রস্তুতি আছে। আমরা আমাদের সব ভালোটা উজাড় করে ফাইনালে খেলতে চাই।’
অন্যদিকে, সিঙ্গাপর ফুটবল দল প্রচুর বিশ্রাম পেয়েছে। এখন ফুরফুরে। দীর্ঘ বিশ্রামের পর সেমিফাইনালটা ভালোই হবে বলে কোচ রিচার্ডের প্রত্যাশা, ‘ সামনের একটা ম্যাচ শেষ করেই ফাইনাল। ম্যাচটি ভালো করার জন্য সব প্রস্তুতিই আমাদের আছে। তাই আমাদের একটাই উদ্দেশ্য, ফাইনাল।’
গতকাল বুধবার বিকেলে সিলেটের রোজভিউ হোটেলে সংবাদ সম্মেলনে এসে সেমিফাইনাল সম্পর্কে মালয়েশিয়া-সিঙ্গাপুর কোচ এমনটাই প্রত্যাশার কথা বললেন।
মালয়েশিয়া দলের অধিনায়ক নাজিরুল বলেন, ‘সেমিফাইনাল ম্যাচটি অনেক কঠিন হবে। আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।’
সেমিফাইনাল নিয়ে কৌশল কি, এমন প্রশ্নের জবাবে মালয়েশিয়ার কোচ মোহাম্মদ রাজিব বিন ইসমাইল বলেন, ‘ম্যাচ নিয়ে আমাদের তেমন কোন কৌশল বা পরিকল্পনা নেই। স্বাভাবিক খেলা খেলতে চাই।’ গ্র“প পর্বের ম্যাচ গুলো মালয়েশিয়ার সিলেটে খেলেছে বলে বাড়তি কোন সুবিধা পাবে কি না সেই সম্পর্কে কোচ বলেন, ‘হ্যাঁ, কিছু সুবিধা তো পাবে আমাদের দল সিলেট ভেন্যুতে গ্র“প পর্বের সব ম্যাচ খেলেছে বলে।’
সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর দলের কোচ রিচার্ড বলেন, ‘ফাইনাল খেলার জন্যই সব প্রস্তুতি আমাদের শেষ। কাল জিতে ফাইনাল খেলতে চাই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ ফাইনালে থাইল্যান্ডকে পেলে শিরোপা জেতা সহজ হবে।’Plkutre
সিলেট এসে খুব ভালো লাগছে বলে সিঙ্গাপুর কোচ বলেন,‘ সিলেট সুন্দর জায়গা। আবার সিলেটের মাঠে ফিরে আসলাম। এখানে ভালো খেলে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে চাই।’
সিঙ্গাপুর দলের অধিনায়ক নুর নাইম বলেন, ‘সেমিফাইনাল নয়, আমরা ফাইনালের জন্য প্রস্তুত।’
সিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ইন্টারন্যাশনাল টুর্ণামেন্টের প্রথম সেমি ফাইনালে মুখোমোখি হবে মালয়েশিয়া ও সিঙ্গাপুর। হরতাল অবরোধের কারণে মাত্র ২০ ভাগ টিকিট বিক্রি হয়েছে বলে জানালেন ডিএফএ’র সভাপতি মাহি সেলিম। সিলেটে দারুণ সেমিফাইনাল হবে-এটা নিশ্চিত। তবে, গ্যালারিতে দর্শক সমাগম নিয়ে দেখা দিয়েছে দোলাচল।