বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে বদ্ধপরিকর – তপন কুমার ঘোষ

62

উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মহা-পরিচালক তপন কুমার ঘোষ (অতিরিক্ত সচিব) বলেছেন, বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে বদ্ধপরিকর। বিশেষ করে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। আগামীদিনের ভবিষ্যৎ কোমলমতি শিশুদের বিদ্যালয় মুখী করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বে-সরকারি সংস্থা কাজ করছে। তাদের এ উদ্যোগ ও পরিকল্পনাকে আরো বাস্তব সম্মত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি ৩ ফেব্র“য়ারী শনিবার সকালে দক্ষিণ সুরমার উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের বড় বাড়ীস্থ আশার আলো শিশু শিখন কেন্দ্র পরিদর্শন ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা এর সভাপতিত্বে ও জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর মন্টু কুমার বসাক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক (অর্থ ও লজিঃ) মোঃ খালেদ, এডি-এন এফপি নজরুল ইসলাম ভূইয়া, সেভ দ্যা চিল্ড্রেন এর চীফ অফ পার্টি রফিকুল ইসলাম সাথী, ম্যানেজার অপারেশন এস এম জাকারিয়া।
বক্তব্য রাখেন জাগরণী চক্র ফাউন্ডেশনের জেলা টিম লিডার আব্দুর রাজ্জাক, সিনিয়র শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, এরিয়া কো অর্ডিনেটর আব্দুল গণি, মধূমোহন রায়, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার আনারুল ইসলাম, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষা অফিসার ইকবাল হোসেন, আরিফ উদ্দিন, পিও মোঃ জিন্নাহ আলী, কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন ইউ/পি সদস্য শরিফ আহমদ চৌধুরী, আব্দুল জলিল সামায়ূন, এটিএম মাসুদ আহমদ চৌধুরী, অভিভাবকদের মধ্যে মোছাঃ জোসনা বেগম, মোঃ বাছিত আলী।