তৈয়ব আলী ফারুক
এই মাসে যে সৃতি জাগে
করুণ বিষাদ সুর
কেমন করে? মায়ের ভাষা
করতে চাইছে দূর।
এই ভাষাটা মায়ের ভাষা
লাগে সু মধুর
এই ভাষাতে কথা বলে
দুঃখ করি দূর।
এই ভাষা যে নিত্য সঙ্গি
করছি অনেক আপন
সকাল বিকাল স্বপ্ন বুনি
বীজ করি যে বপন।
এই ভাষা যে মায়ের ভাষা
বাংলা মায়ের আঁকা
সব ভাষা ঐ সেরা ভাষা
আদর স্নেহ ঢাকা।