স্পোর্টস ডেস্ক :
ক্রিকেকের তীর্থস্থান খ্যাত লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের প্রথম দুইদিন ভালভাবে চললেও তৃতীয় দিনের খেলা দেয় বৃষ্টির হানা। দিনের শেষ পর্যন্ত অপেক্ষা করার পরও মাঠে গড়ায়নি একটি বলও। তাতেই আম্পায়ারেরা দিনশেষ ঘোষণা করেছে।
বৃষ্টির কারণে পুরো এক দিনের খেলা বাতিল হওয়ায়, ম্যাচের বাকি দুই দিন খেলা হবে ৯৮ ওভার করে। শনিবার চতুর্থ দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়েই। তবে শেষ হবে আধঘণ্টা পরে এবং আলো থাকলে আরও বাড়তি আধঘণ্টা খেলা হবে।
এর আগে দ্বিতীয় দিনের খেলায় নিজের অভিষেক ম্যাচে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে রীতিমতো ক্রিকেট পাড়ায় তাক লাগিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। লর্ডস তো বটেই ইংল্যান্ডের মাটিতে অভিষিক্ত ক্রিকেটার হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান এখন তিনি।
ডাবল সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে সঙ্গে রান আউট হলে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার পূর্বে ব্যক্তিগত খাতায় তার সংগ্রহ দাাঁড়ায় ৩৪৭ বলে ২০০ রান। তার এই ইনিংসটি ২২টি চার এবং ১টি ছয়ে সাজানো। অন্যদিকে ২১ বলে ২৫ রান তুলে অপরাজিত ছিলেন ওয়াগনার।
এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। শূন্যরানেই সাজঘরে ফেরেন ডম শিবলে। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে মাত্র ২ রান করে আউট হন জ্যাক ক্রাউলি।
তবে তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ওপেনার রোরি বার্নস এবং অধিনায়ক জো রুট। এ দুজন ব্যাটসম্যানের অপ্রতিরোধ্য ৯৩ রানের জুটিতে দলীয় ১১১ রানে দিনশেষ করে ইংলিশরা।
৫৯ রানে বার্নস এবং ৪২ রানে রুট অপরাজিত রয়েছেন।