সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
৭২ ঘন্টার হরতালের সমর্থনে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শহরের আদালত চত্বর থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে পুরাতন বাস ষ্টেশন এলাকায় আসলে পুলিশের বাধার মুখে পড়ে। তখন নেতাকর্মীরা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, এডভোকেট মাসুক আলম, এডভোকেট কামাল হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনাচ্ছির হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ শেরগুল আহমদ, কামরুল হাসান চৌধুরী, মোঃ আব্দুস শহীদ, মাহমুদ, নুর আলম, মইনুল ইসলাম, মোঃ আব্দুল মজিদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম, মইন খান ময়না, আবুল কালাম প্রমুখ। বক্তারা বলেন, দেশ আজ সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবী জানান তারা। অন্যথায় দাবী আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে হরতালের প্রভাব সুনামগঞ্জ জেলায় কোথাও পড়েনি। অফিস আদালত, দোকানপাট ও সাধারণ যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। তবে দূরপাল্লার কোন যানবাহন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্য মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোথা ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।