স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) ৩৩ বস্তা চালসহ এক যুবককে আটক করেছে র্যাব-৯। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মাছুলিয়া পূর্বপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
আটককৃত আব্দুর রহমান (৩২) সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউসুফ মিয়ার পুত্র।
র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম কামরুজ্জামান জানান, গতকাল বুধবার সকাল থেকে তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়। এসময় ভিজিডির চাল পাচার হচ্ছে এমন তথ্য জানতে পায় র্যাব। তৎক্ষনিক ওই এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বস্তা চালসহ আব্দুর রহমানকে আটক করা হয়। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহন শেষে উদ্ধারকৃত ভিজিডির চাল ও আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করবে র্যাব।