শ্রীমঙ্গলে আজ ২০ দলের হরতাল

23

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীসহ উপজেলা-পৌর  বিএনপির নেতৃবৃন্দ ও ২০ দলীয় জোটের উপজেলায় নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের পুলিশী হয়রানির প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় হরতালে ডাক দিয়েছে ২০ দলীয় জোট। আজকের হরতালকে সফল করার জন্য শুক্রবার দুপর দেড়টার দিকে জুম্মার নামাজের পর ২০ দলীয় জোটের অঙ্গসংগঠনের নেতা কর্মীর উদ্যোগে পৌর শহরের হবিগঞ্জ রোডের কাচারী মসজিদ থেকে এক মিছিল বের করে শহরের প্রদক্ষিণ শেষে সাগর দীঘি রোডে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবশে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা কর্মপরিষদের সদস্য মো. মনির মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, তাঁতী দল উপজেলা শাখার সভাপতি সেলিম আহমদ ও সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন,ছাত্রদল নেতা টিটু আহমদ, সোলেমান মিয়া প্রমুখ। শ্রীমঙ্গল উপজেলা ২০ দলীয় জোটের সদস্য সচিব ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাধারণ সম্পাক এম ইদ্রিস আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হরতালের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।