সরকারের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে – পরিবেশ মন্ত্রী

9

বড়লেখা থেকে সংবাদদাতা :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু যখন দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন, তখনই ষড়যন্ত্র করে স্বপরিবারে তাকে হত্যা করা হয়। আজকে যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে; তখনই আবার ষড়যন্ত্র হচ্ছে। সরকারের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগকে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এর দাঁত ভাঙা জবাব দিতে হবে।’
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা, পৌর ও বড়লেখা সরকারি ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘দেশের মানুষ আমাদের সাথে আছে। কিন্তু একটি গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত করছে। এগুলো মোকাবেলায় ছাত্রলীগকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রলীগের প্রত্যেকটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে এর জবাব দিতে হবে। নেতা হবে একজন। কর্মী হয়ে অন্যরা কাজ করবে। ছাত্রলীগকে দেশের জন্য কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
পরিবেশ মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন দু:খী মানুষের মুখে হাসি ফুটে। দেশের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবস্থার পরিবর্তন হয়েছে। সকল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে। এ উন্নয়ন দেখে বিশ্বাবাসী অবাক হয়ে যাচ্ছে। কিভাবে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশে একসময় খাদ্য ঘাটতি ছিল। এখন নেই। দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। এখন উদ্বৃত্ত খাদ্য আমরা বিদেশে রপ্তানি করছি। উৎপাদন করে লক্ষ লক্ষ টন চাল বিদেশে রপ্তানি করার সফলতা অর্জন করতে পেরেছি।’
তিনি আরো বলেন, ‘এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। এই স্বপ্ন বাংলার মানুষ কোনো দিন দেখত না। দূর্গম পাহাড়ি এলাকার ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। রাস্তার উন্নয়ন করা হচ্ছে। পদ্মা ব্রিজের কাজ চলছে। ঢাকায় মেট্রোরেল হচ্ছে। এলিভেটেড এক্সেপ্রেস হচ্ছে। যে সকল উন্নয়ন দেশে হচ্ছে অতীতের কোনো সরকার এইসব চিন্তাও করতে পারে নাই। এক মাত্র জননেত্রী শেখ হাসিনাই দেশের অবস্থার পরিবর্তন করেছেন।’ সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পৌর মিলনায়তনে কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অধিবেশন চলছিল।
শহরের দক্ষিণবাজারে আহমদ ম্যানশনের সম্মুখে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, প্রধান বক্তা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজ উদ্দিন, সহসভাপতি এনাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর ও বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ এবং আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা উপজেলা যুবলীগের সহসভাপতি হামিদুর রহমান শিপলু, সাবেক বড়লেখা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ্ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ময়নুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ ও মেহেদী হাসান কবির, পৌর ছাত্রলীগের সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
এর আগে দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন আমিন চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্য রাখেন।