হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকা থেকে গ্রাম থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আব্দুল ওয়াহেদ চৌধুরী, পরিদর্শক নজিব আলী ও শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামের অভিযান চালায়। অভিযানকালে সুলতান মাহমুদপুর বড়বাড়ির লাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জুলফিকার আলী ওরফে ভুট্টো’র বসতঘরের মাটির নিচে পুতে রাখা ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি। অভিযানকালে উপস্থিত হবিগঞ্জ সদর থানার এসআই ওয়াহেদ গাজী। এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে জুলফিকার আলীকে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ মঙ্গলবার রাত ১০টায় শহরের বাণিজ্য মেলার সামনে অভিযান চালিয়ে আলী হোসেন (৩০) নামে ২ লিটার দেশী মদসহ এক যুবককে আটক করেছে। সে হবিগঞ্জ পৌর এলাকার মোহনপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।