শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ত্রিমুখী সমন্বয় থাকতে হবে। তিনের সম্মিলিত চেষ্টায় একজন শিক্ষার্থী তার লক্ষ্যপানে পৌছতে পারে। শিক্ষার্থীদের প্রতিযোগী করে তুলতে বেশি বেশি করে প্রতিযোগিতার আয়োজন করতে হবে। অভিভাবক সমাবেশ, মা সমাবেশ করতে হবে। এতে ত্রিমুখী যোগসূত্র স্থাপন হবে। মঙ্গলবার কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী স্ট্যান্ডার্ড একাডেমী কর্তৃক অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। একাডেমীর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইয়াহইয়া আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুর রাজ্জাকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি তাওহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমীর মনিটরিং কমিটির সভাপতি মাওলানা শাহিদুর রহমান। বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আব্দুল মালিক চৌধুরী, মনিটরিং কমিটির সেক্রেটারি হাফিজ আবু জাফর মাশুদ, আশিক আহমদ সহকারি শিক্ষক, ইমরান আহমদ চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য ইমরান আহমদ। বিজ্ঞপ্তি