সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
ছাতক উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী কমর উদ্দিন ও তার সহযোগীদের হাতে ১ ব্যক্তি ঘটনাস্থলে খুন হয়েছে। পুলিশ এ ঘটনার দায়ে ৪ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে। গত সোমবার রাত সাড়ে ৮ টায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানান, গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমর উদ্দিন এবং তার সহযোগী আঙ্গুর মিয়া ও কামরুল ইসলামের গোত্রের সাথে জমি জমা নিয়ে প্রতিপক্ষীয় ইউপি সদস্য তোফায়েল আহমদের নেতৃত্বাধীন সাধারণ গ্রামবাসীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে সোমবার রাতে বাড়িতে যাওয়ার পথে কমর উদ্দিনের লোকজন গ্রামের রিয়াছদ আলীর পুত্র নুরুল আমিন (২৭) ও সাঞ্জব আলীর পুত্র আব্দুল বাছিত (২৮) কে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নিহত হন নুরুল আমিন। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল বাছিতকে সিলেটস্থ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে ছাতক থানার ওসি শাহজালাল মুন্সী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে রাত ১১টায় নুরুল আমিন হত্যার দায়ে ঘটনার আসল নায়ক কাইতকোনা গ্রামের মৃত ইনসান উল¬¬াহর পুত্র কমর উদ্দিন (৫০) তার ভাতিজা বুরহান উদ্দিন (৩৫), মন্টু মিয়া (৩৫) ও ভাইয়ের শ্যালক দিরাই উপজেলার কদমতলী গ্রামের আইন উদ্দিনকে ছুরীসহ আটক করেন। গ্রামবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে নিহত নুরুল আমিনের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।