জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে চাঞ্চল্যকর সিএনজি অটোরিক্সার চালক মামুন হত্যাকান্ডের ঘাতক উত্তম দাসকে (২৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের বিবেশ দাসের ছেলে। ২০ অক্টোবর রাতে জগন্নাথপুর থানা পুলিশ ঘাতক উত্তম দাসকে গ্রেফতার করে। ২১ অক্টোবর সোমবার সে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিহত মামুন ও গ্রেফতারকৃত উত্তম তারা দুই বন্ধু ছিল। তবে নারী ঘটিত কারণে তাদের বন্ধুত্ব শত্র“তায় পরিণত হয়। এক পর্যায়ে উত্তম রোল দিয়ে পিটিয়ে তার বন্ধু মামুনকে হত্যা করে লাশটি খালে ফেলে দেয়।
গত ১৮ অক্টোবর সকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মধ্যে সমদ গ্রামের আবদুল মালিকের ছেলে সিএনজি চালক মামুন হোসেনের লাশ জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের পাশে একটি খাল থেকে উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।