সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
গাজিপুরে পেট্রোল বোমায় নিহত সুনামগঞ্জের বাস শ্রমিক তফাজ্জুল হোসেনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কাছ থেকে প্রাপ্ত অনুদানের চেকের ১৫ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন তফাজ্জুলের পিতা মোঃ ওয়াহেদ আলী। অনুদান প্রদানকালেঅতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবজিৎ সিংহ ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির উপস্থিত ছিলেন। উল্লে¬খ্য বৃহস্পতিবার ভোরে গাজিপুর জেলার কালিয়াকৈর বাসস্ট্যান্ডে বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় হরতালের পিকেটিং কারীদের ছোড়া পেট্রোল বোমায় নিহত হন সুনামগঞ্জের কান্দাপাড়া গ্রামের তোফাজ্জুল। ঘটনার পর পরই তার লাশ কালিয়াকৈর এলাকায় বড় বোনের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরে বড় বোন আমেনা খাতুন ভাইয়ের লাশ নিয়ে গ্রামের বাড়িতে আসলে স্থানীয় কান্দাপাড়া গ্রামে শুরু হয় শোকের মাতম। এক পর্যায়ে শত শত জনতার উপস্থিতিতে শুক্রবার নামাজে জানাযা শেষে নারায়ণতলা গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।