বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তাহিরপুরে সমতলের নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়নে সেমি পাকা বসত ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন মেঘালয সীমান্ত সংলগ্ন গ্রাম রাজাই এ ১০টি পরিবারের মধ্যে বসত ঘরের চাবি হস্তান্তর করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ নৃ-জনগোষ্ঠীদের হাতে ঘরের চাবি তোলে দেন। চাবি হস্তান্তরের পর উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় তাহিরপুর উপজেলা রির্বাহী অফিসার পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ। বিশেষ অতিথির রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক (অতিরিক্ত) শিক্ষা ও আইসিটি জসিম উদ্দিন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৗধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি, সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীল সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আদিবাসী উন্নয়ন কর্মী আন্দ্রিও সলোমার প্রমুখ।